ফের হাতির তাণ্ডবে ভাঙলো একাধিক বাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা

0
51

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১৩ আগস্ট ২০২৪; হাতির তান্ডবে ভাঙল বসত বাড়ি, লন্ডভন্ড সদ্য‌ ধানের চারা জমি।

অন্যদিকে, বৃষ্টির মরশুম ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস, চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক।

সন্ধ্যা নামলেই গ্রামের মানূষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারন দেখা মেলে না বনদপ্তরের, অভিযোগ গ্রামবাসীদের।

প্রতিদিন এর মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সিদাকুড়া,সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে ২০-২৫ টি একটি হাতির দল, পরপর গ্রামে ভাঙে বাড়ি।
গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলের, রবিবার এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায়, ভেঙ্গে ফেলে তিনটি বাড়ি।

সোমবার ও এলাকার চাষের জমিতে তান্ডব চালায় দলটি। অবশেষে, গ্রামবাসীদের উদ্যোগেই হাতিকে ফেরানো হয় জঙ্গলে।

গত এক সপ্তাহ ধরে হাতি তান্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, সিদাকুড়া, সোনাকুন্দ্রা, দুধিয়ানালা সহ বিভিন্ন এলাকায়।

বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত দল হাতির যাতায়াতে মাথায় হাত গরিব চাষিদের, বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here