ইঞ্জিন বিকল, বীরভূমে দাঁড়িয়ে পড়ল যাত্রিবাহী ট্রেন, নেমে রেলপথ ধরে হাঁটা শুরু যাত্রীদের

0
104

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১০ সেপ্টেম্বর ২০২৪; বীরভূমে আটকে পড়ল যাত্রিবাহী ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে।

Krishna Construction

৪০ মিনিটেরও বেশি সময় ধরে বীরভূমের বাঁশলৈ স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা।

Panch foron

ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন তাঁরা। বিভ্রাট আপ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনে।

Add
Archana Diagnostic

রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। রামপুরহাট স্টেশনে খবর দেওয়া হয়।

Standard Glass House

সেখান থেকে রেলের আধিকারিকেরা এসেছেন। ইঞ্জিন মেরামতির চেষ্টা করছেন।

যদিও সমস্যায় পড়েছেন যাত্রীরা। দীর্ঘ ক্ষণ আটকে রয়েছেন তাঁরা। অনেকে ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছেন।

অন্য দিকে, বীরভূমেরই নলহাটি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স ৩৫ বছরের আশপাশে। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here