মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বোমা কাণ্ডে গ্রেপ্তার ১, উদ্ধার ১ কেজি বোমা তৈরি মসলা।

0
604

পূজা দাস ঠাকুর :: ২৪ ঘন্টা লাইভ :: ২১ শে জুন :: মালদা::: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা বোমা কাণ্ডে বড়সড় সাফল্য পেল মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বোমা কাণ্ডে জড়িত আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তার নাম জাইনুদ্দিন(৫০), বাড়ি চাঁচল থানার ধানগাড়া এলাকায় ।

ঘটনায় প্রকাশ তুলসিহাটাতে গত রবিবার ভর দুপুরে বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ মদের ঠেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, ওই ঘটনাতেই পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল, এদের মধ্যে একজন আলেক আনসারী নামে এক দুষ্কৃতী ওই বোমার আঘাতেই গুরুতর জখম হন ।তাকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করায় ।

কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরেক দুষ্কৃতীর খোঁজ পায়।গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর ভালুকা গামি রাজ্য সড়ক থেকে বোমা কাণ্ডে জড়িত আরেক দুষ্কৃতী কে গ্রেফতার করে ।তার নাম জাইনুদ্দিন, বাড়ি চাঁচল থানার ধানগাড়া এলাকায় ।পুলিশ সূত্রে জানা গেছে ওই দুষ্কৃতী বোমার মসলা সরবরাহ করেছিল । গ্রেফতারের সময় তার কাছ থেকে এক কিলো বোমার মসলা বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । আজ সেই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত রবিবার তুলসিহাটা অবৈধ মদের ঠেকে বোমা বিস্ফোরণের পরে ওই মদের ঠেকের মালকিন কে আটক করার পরে এক সপ্তাহের মধ্যেই চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে এলাকায় কৃতিত্বের নজির গড়লো মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ ।প্রকাশ্যে ভর দুপুরে বিস্ফোরণ ঘটার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিল হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ | পুলিশের তৎপরতায় ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ এলাকাবাসী

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা ইতিমধ্যেই এর আগে তিন জনকে এবং গতকাল সন্ধ্যায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে | তার সঙ্গে এক কেজি বোমা বানানোর মসলা উদ্ধার করা হয়েছে | তাকে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে ও তাকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য | এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here