পাইথন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ার মেজিয়ায়।

0
280

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২১ শে জুন ::বাঁকুড়া :::সাত সকালে উদ্ধার হলো এক বিশাল আকৃতির পাইথন। বাঁকুড়ার মেজিয়ার পুরুনীয়া গ্রাম থেকে একটি সাত ফুট লম্বা একটি পাইথন উদ্ধার করে বনদপ্তর। পুরুনীয়া গ্রামের বেশকিছু জন যুবক দামোদর নদীতে মাছ ধরতে গেলে মাছ ধরার জালে আটকে যায় সেই পাইথনটি।

সেই পাইথন টিকে দেখতে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে । গ্রামবাসীরা খবর দেন  মেজিয়া থানায়।মেজিয়া থানার পুলিশ মেজিয়া বনদপ্তরে সেই খবর জানালে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে এই বিশাল আকৃতির পাইথন টিকে। এই পাইথনটির প্রাথমিক শারীরিক পরীক্ষার নিরীক্ষার পর তাকে ছেড়ে দেয়া হয় জঙ্গলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here