BREAKING: কলকাতায় করোনা আক্রান্ত বেড়ে ২

0
617

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২০ ই, মার্চ ::
কলকাতা :: কলকাতায় করোনা আক্রান্ত হলেন আরও একজন। এবার আক্রান্ত বালিগঞ্জের এক বাসিন্দা।

গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন তিনি। এরপর থেকে ছিলেন হোম কোয়ারেন্টাইনে। এরপর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোয়াব টেস্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে। নাইসেডের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে ঘণ্টা দেড়েক ছিলেন। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে জানা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জে তাঁর আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর।

ওই তরুণের উপসর্গ হিসেবে কাশি ও হালকা জ্বর রয়েছে বলে জানা গিয়েছে। ফলে তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধু, তাঁদের নমুনাও পজিটিভ এসেছে। তবে এই দুই বন্ধুর একজন পঞ্জাবের ও অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা। এঁদের রিপোর্ট পজিটিভ এসেছে শুনেই বালিগঞ্জের বাসিন্দা ওই ২২ বছরের তরুণ বাবার সঙ্গে বেলেঘাটা আইডি-তে আসেন।

এর আগে গত মঙ্গলবার কলকাতায় আরও এক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। তিনিও লন্ডন থেকে ফিরেছিলেন। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি-রে ভর্তি। তাঁর মা রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আমলা বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here