BREAKING NEWS :: অর্জুন সিংহের গাড়ি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা বিট্টু জয়সোয়াল – হাতাহাতির সময় বিট্টুর ধাক্কায় মাটিতে পড়ে যান ব্যারাকপুরের উপ পুলিশ কমিশনার অজয় ঠাকুর – দেখুন সেই ভিডিও ।

0
100

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ১০ই,জুলাই :: ব্যারাকপুর ::  আজ বিকালে নৈহাটির হাজীনগরের বিজেপি নেতা বিট্টু জয়সোয়ালকে জামিন করিয়ে নিয়ে আসছিলেন স্বয়ং বিজেপি সাংসদ অর্জুন সিংহ । পথেই ব্যারাকপুরে তাঁদের গাড়ি আটকান পুলিশ কমিশনার মনোজ ভার্মা সঙ্গে ছিলেন সহকারী কমিশনার অজয় ঠাকুর ।

বিট্টু জয়সোয়াল কে পুনরায় অন্য একটি কেসে আটক করতে সাংসদের গাড়ি দাঁড় কোরান স্বয়ং পুলিশ কমিশনার । এরপরই সাংসদ অর্জুন সিংহ পুলিশ কমিশপনারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

ইতি মধ্যেই পুলিশ করতে অজয় ঠাকুর বিট্টু জয়সোয়ালকে গাড়ি থেকে জোর করে নামিয়ে আনতে যান এবং তারপরেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন । একসময় দেখাযায় বিট্টু জয়সোয়াল অজয় ঠাকুরকে মাটিতে ফেলে দেন। সঙ্গের ভিডিওটিতে এই ঘটনা একদম পরিস্কার দেখা যায় ।

এরপর পুলিশ বিট্টু কে গ্রেপ্তার করে নিয়ে যায় । বিস্তারিত খবর  আসছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here