BREAKING NEWS :: মাঝ রাতে সার কারখানায় এমোনিয়া গ্যাস লিক – মৃত দুই সংকটজনক আরও ১৫ কর্মী – যোগী রাজ্যে অঘটন

0
282

কুমার পঙ্কজ :: ২৪ ঘন্টা লাইভ :: ২৩শে ডিসেম্বর :: লখনৌ :: মঙ্গলবার গভীর রাতে এলাহাবাদের কাছে ফুলপুরের ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোঅপারেটিভ- এর সার কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, দুর্ঘটনার পর সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অ্যাসিসটান্ট ম্যানেজার ভিপি সিং এবং ডেপুটি ম্যানেজার ডেপুটি ম্যানেজার অভয়ানন্দ কুমার সূর্যনারায়ণের মৃত্যু হয়। বাকিরা সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এলাহাবাদ থেকে প্রায় ৩০ কিমি দূরে জৌনপুর-গোরখপুর রাস্তায় ফুলপুরে ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোঅপারেটিভ- এর অ্যামোনিয়া এবং ইউরিয়া উত্পাদন ইউনিট রয়েছে। রোজকার মতো মঙ্গলবারে এখানে কাজ চলছিল। রাত দশটা থেকে নাইট শিফটের কর্মীরা কাজে ঢুকেছিলেন।

সাড়ে ১১ টা নাগাদ আচমকাই অ্যামোনিয়া গ্যাস লিক শুরু হয়ে যায় । যার জেরে কারখানার ভেতরে আতঙ্ক ও বিশৃঙ্খলার অবস্থা তৈরী হয় ।আচমকাই কি ভাবে গ্যাস লিক হলো তা জানা যায়নি । স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে । এটি নাশকতার ঘটনা কিনা তও খতিয়ে দেখছে প্রশাসন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here