BREAKING NEWS :: মিয়ানমারে সেনাদের গুলিতে একদিনেই নিহত ১৪১ সামরিক জুন্টা বিরোধী বিক্ষোভকারী

0
653

২৪ ঘন্টা লাইভ বিদেশ ডেস্ক :: ২৮শে মার্চ :: ইয়াঙ্গন ::

গুলিতে একদিনেই

 

নিহত ১৪১

শনিবার দিনটি ছিল মিয়ানমারে সামরিক জুন্টা বিরোধী বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ দিন। এদিনেই মিয়ানমারে মারা গেছেন ১৪১ বিক্ষোভকারী। খবর আনাদোলু এজেন্সির।

২৭ মার্চ মিয়ানমারের জুন্টা সরকার বার্ষিক সশস্ত্র বাহিনী দিবস পালন করে। আগেরদিনই এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে জুন্টা সরকার বলেছিল শনিবার যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তাদের মাথায় ও পেছনে গুলি করা হবে।তাদের সেই হুঁশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। তাদের ওপর ঝাপিয়ে পড়ে জুন্টা সরকারের সশস্ত্র বাহিনী।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবার একদিনেই সেখানে সশস্ত্র বাহিনীর গুলিতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২১ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি তার উর্দি খুলে ফেলে সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মিয়ানমারের ১৫টি অঞ্চলের ৮টির ৪৪টি শহরে এই মৃত্যুর ঘটনা ঘটে। তার মধ্যে ইয়াংগুন ও মান্দালায় সবচেয়ে বেশি মারা যায়। এই দুই বড় শহরে যথাক্রমে ২৩ ও ২৯ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here