BREAKING NEWS :: অমিত শাহের বিশেষ অনুরোধে বিজেপিতে যোগ দিতে রাজীব বৈশালীরা বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন !

0
274

কুমার পঙ্কজ :: ২৪ ঘন্টা লাইভ :: ৩০শে জানুয়ারি :: নয়াদিল্লি :: আজই দিল্লি উড়ে যাচ্ছেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া একাধিক বড় মুখ। দিল্লিতে শনিবারই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা।রবিবার নয়, শনিবার দিল্লিতে বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে বিষয়টি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন অমিত শাহ। যেই কারই শনিবার দুপুরেই দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ঠিক ছিল অমিত শাহ ২৯ জানুয়ারি অর্থাৎ শুক্রবার রাতে কলকাতায় আসবেন। তারপর শনিবার ও রবিবার টানা কর্মসূচি। যার মধ্যে ছিল ডুমুরজলায় বিজেপির সভা ও মেগা যোগদান মেলা। কিন্তু তার আগে শুক্রবার বিকেলে দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে হওয়া আইইডি বিস্ফোরণে পরিস্থিতিটাই বদলে যায়। অমিত শাহ তাঁর পশ্চিমবঙ্গ সফর বাতিল করে দেন।

বে বিজেপির তরফ থেকে বারবার জানানো হয়েছে, ডুমুরজলায় যোগদান মেলা হবেই। এর জন্য হাজির থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অন্য কেউ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একই ইঞ্হিত করেছিলেন। এদিন সকালে জানা যায় ডুমুরজলায় যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে তাঁর সফর সূচি নির্দিষ্টভাবে জানা না গেলেও, স্মৃতি ইরানি রবিবারের সভায় থাকবেন বলে জানা গিয়েছে।

Advertisement (Contact for Wholesale)

শুভেন্দু অধিকারীর পরে গুরুত্ব দেওয়া হচ্ছে সদস্য মন্ত্রী ও তৃণমূলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। পরিচিতি ও কাজের নিরিখেই এই গুরুত্ব বলে বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গ সফর বাতিল হতেই, অমিত শাহ ওই রাতেই ফোন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement 8240054075

শুক্রবার তাঁকে দিল্লিতে যাওয়ার কথা বলেন। তবে টিকিট কেটে অন্য কোনও বিমানে নয়, নির্দিষ্ট সময়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পৌঁছনোর বন্দোবস্ত করতে, বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়।

Adv
Adv : Keshari Light House

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বিমানে দিল্লি যাচ্ছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here