BREAKING NEWS :: আংশিক লকডাউনের সুফল পাছে রাজ্য – পশ্চিমবঙ্গে কমছে করোনার প্রকোপ

0
179
Advertisement

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টা লাইভ :: ২৮শে,মে :: কোলকাতা :: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে বিধিনিষেধ আরোপ করা হয়ছিল ১ মে। এরপর এই লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়। কঠোর বিধিনিষেধ আরোপ করায় এর সুফল পেতে শুরু করেছে রাজ্য। এই রাজ্যে সংক্রমণের হার কমছে। বাড়ছে সুস্থতার হার।

পশ্চিমবঙ্গে লকডাউনের বিধিনিষেধ আরোপ করার পর রাজ্যের করোনা সংক্রমণের হার ৭ শতাংশে নেমে এসেছে। এখন সুস্থতার হার ৯০ দশমিক ৭ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। যদিও কলকাতাসহ এই রাজ্যে গত ১৪ মে সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ৮৪৬ জন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিধিনিষেধ আরোপের পর রাজ্যবাসী সুফল পেতে শুরু করেছে। কমছে সংক্রমণের হার, বাড়ছে সুস্থতার হার। তবে এখনো করোনার মৃত্যুহারে রাস টানা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, করোনার রাস টানতে এই রাজ্যে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হলো।

পশ্চিমবঙ্গ সরকার করোনার রাশ টানতে ১ মে থেকে আংশিক লকডাউনের ঘোষণা করে। এরপর ১৫ মে থেকে দেওয়া লকডাউনে আরোপ করা হয় আরও কড়াকড়ি বিধি। এরপর গতকাল তা আরও ১৫ দিন বাড়ানো হলো।

Advertisement

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন। মারা গেছেন ৩২ জন। উত্তর চব্বিশ পরগনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন। আর মারা গেছেন ৪২ জন। সব মিলে এখন পর্যন্ত এই রাজ্যে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৯৭৫ জন। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ লাখ ১৭ হাজার ১৫৪ করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here