BREAKING NEWS :: এবার খোদ কালীঘাটে সিবিআই হানা – কয়লাকান্ডে সাক্ষী হিসাবেই জি়জ্ঞাসাবাদ করতে সিবিআই নোটিশ অভিষেকের স্ত্রী রুজিরাকে !

0
226

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে ফেব্রুয়ারি :: কোলকাতা ::

কালিঘাটে সিবিআই হানা !

রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে নোটিসে জানিয়েছে সিবিআই। নোটিস দেওয়া হয়েছে অভিষেকের শ্যালিকাকেও। ঘটনাচক্রে এই নোটিসের ২৪ ঘণ্টা আগেই অভিষেকের করা একটি মামলাতেই কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে বিধাননগরের বিশেষ আদালত।

সিবিআইয়ের দাবি, কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনেদেন করা হয়েছে। তদন্ত করতে গিয়ে ওই লেনদেনের হদিস পান তদন্তকারীরা। সেই জন্যই রুজিরার বয়ান রেকর্ড করতে চান তাঁরা। এ নিয়ে অভিষেকের বাড়িতেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে যেতে হবে না। এমনকি, তাঁকে তলবও করা হয়নি বলে জানিয়েছে সিবিআই। রুজিরাকে সাক্ষী হিসাবেই জি়জ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

সূত্রের খবর পাঁচ সিবিআই গোয়েন্দা কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন কিন্তু বাড়িতে কাউকেই পাওয়া যায়নি – বিস্তারিত আসছে |

লেটেস্ট আপডেট ::  সর্বশেষ সংযোজন ::

রবিবার শহর কলকাতায় অভিষেকের বাড়িতে পৌঁছেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তাঁদের সন্দেহ রুজিরার একাউন্ট থেকে কয়লা কাণ্ডের সঙ্গে জড়িত কিছু ট্রানজাকশন হয়েছে। এই নিয়ে রুজিরাকে জেরা করতে চায় সিবিআই।

সিআরপিসি আন্ডার সেকসন ১৬০-তে নোটিস দিয়েছে সিবিআই। এদিন যখন সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়িতে যান তখন বাড়িতে কেউ ছিল না। ফলে দরজায় নোটিস লাগিয়ে আসে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। ওই নোটিসে আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে। নোটিস অনুযায়ী রুজিরাকে তলব করেনি সিবিআই। তাঁকে সাক্ষী হিসেবে জেরা করতে চেয়ে এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আধিকারিকদের মোবাইল নম্বর দিয়ে বলা হয়েছে ওই নম্বরে যেন অবশ্যই রুজিরা যোগাযোগ করেন। রবিবারের মধ্যেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়েছে সিবিআই।

 

 

 

!!খবরের সত্যতা ২৪  ঘন্টা লাইভের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি ।সূত্র : সংবাদমাধ্যম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here