BREAKING NEWS :: কাল থেকে পশ্চিমবঙ্গে ১৫ দিনের ‘লকডাউন’ঘোষণা করলো রাজ্য সরকার

0
178
Advertisement

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,মে :: কোলকাতা :: ফের ‘লকডাউন’ রাজ্যে। আগামী দু’সপ্তাহ অর্থাৎ আগামীকাল সকাল ৬টা থেকে ১৬ মে থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বন্ধ রাজ্যে। কড়া বিধিনিষেধ মানার পরও করোনার গ্রাফ ঊর্ধ্বমূখী থাকার কারণে শেষ পর্যন্ত লকডাউনেই যেতে হলো মমতা সরকারকে।

শনিবার সংবাদ সম্মেলন করে একথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। তিনি জানান, লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি সব প্রতিষ্ঠান, লোকাল ট্রেন, মেট্রো, বাস, ট্যাক্সি, অটো সব কিছুই বন্ধ থাকছে আগের বারের মতোই। অবশ্য, ছাড় রয়েছে জরুরি পরিষেবায়।

Advertisement

তবে খাদ্যপণ্যের দোকানগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়েছে। যেমন দুধ, মুদি, মাছ-মাংস বা সব্জির দোকানগুলো খুলতে পারবে সকাল ৭টা-১০ টা পর্যন্ত। পাশাপাশি মিষ্টির দোকান খোলা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে চালু থাকবে হোম ডেলিভারি।

Advertisement

অন্যদিকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। চা বাগানগুলো খোলা যাবে, তবে হাজিরা হতে হবে ৫০ শতাংশ । এছাড়া, সব ধরনের জমায়েত বন্ধ থাকবে। বিয়ে বা অনান্য আনন্দ অনুষ্ঠানে ৫০ জনের বেশি এবং সৎকারের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here