BREAKING NEWS :: কয়েক লাখ টাকার কোকেনসহ গ্রেফতার বিজেপির যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী

0
236

২৪ ঘন্টা লাইভ নিউজ ডেস্ক :: ২০শে ফেব্রুয়ারি :: কোলকাতা :: বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে কোকেনসহ গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার বিকেলে পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লাখ টাকার মাদক-সহ গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দেকে। তারা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে পামেলা নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের বাজারদর কয়েক ৫০ লাখ টাকা আনুমানিক ।

বিজেপি-র সঙ্গে পামেলার যোগাযোগ যদিও খুব পুরনো নয়। সম্প্রতি তিনি বিজেপি-র যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। পুলিশ আপাতত তদন্ত করে দেখছে, এই বিষয়ে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি এখনো স্পষ্টভাবে এই বিষয়ে কিছু জানি না। না জেনে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে ওঁদের ব্যাগে মাদক ছিল, নাকি তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটিও ভাববার বিষয়।’’ বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যদি ফাঁসানো না হয়ে থাকে, তাহলে মাদক সরবরাহের অভিযোগে যা শাস্তি হওয়া উচিত, আইন তাই দেবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here