BREAKING NEWS :: দক্ষিন চব্বিশ পরগনা জেলায় মোট ১৬টি আসনে ভোট শুরু ।

0
237

সুদেষ্ণা মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ৬ই,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনা :– আজ রাজ্যে তৃতীয় দফার ভোট। দক্ষিন চব্বিশ পরগনা জেলায় মোট ১৬টি আসনে ভোট। সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনের জন্য কর্মী ডেপ্লয়ম্যান্টের কাজ। এর জন্য মোট ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যারমধ্যে বারুইপুর পুলিশ জেলায় জন্য ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলার জন্য ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলার জন্য ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার দ্বিতীয় পর্বের ভোট। এই পর্বে জেলার ১৬টি আসনের ভোট নেওয়া হবে। এই আসনগুলি হল বিষ্ণুপুর, সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড হারবার, কুলপি, মন্দিরবাজার, রায়দিঘি, জয়নগর, কুলতলি, বাসন্তী, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব ও মগরাহাট পশ্চিম আসনে। এই আসনগুলির বেশ কয়েকটি গ্রামীণ ও সুন্দরবনের মধ্যে পড়ে। কয়েকটি আসন শহরতলির মধ্যে পড়ে। মোট বুথের সংখ্যা ৫,৫৭৪টি। এই পর্বে ২০৫ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে।

মোট ভোটার ৪০,৩৯,০৯৭ জন। প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আধা সামরিক বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশের বিশেষ দল। এই পর্বের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সুভাষ নস্কর। বিজেপির দীপক হালদার, দিলীপ জাতুয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here