BREAKING NEWS :: পেটোয়া সাংবাদিকদের স্ত্রীরা সরকারি পে রোলে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

0
273

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ঘন্টা লাইভ :: ৩০শে,মার্চ :: নন্দীগ্রাম :: সাংবাদিকদের একাংশ বরাবরই সরকারের সুবিধা নিয়ে থাকে। যা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বেশ কয়েকজন পেটোয়া সাংবাদিক রয়েছে, যাঁদের স্ত্রীদের তথ্য-সংস্কৃতি দফতর পে-রোলে রেখেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নামের তালিকা বের করলে তাঁরা ঘর থেকে বেরোতে পারবেন না।

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন, বদলা হিসেবে তা ফিরিয়ে দিতে ভাইপো অভিষেকের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, টাকা লুকোতে বিজেপিতে যোগ দিয়েছে অধিকারীরা। পাশাপাশি শুভেন্দু অধিকারী কিংবা অধিকারী পরিবার কত কিছু করেছে, তার একটা হিসেব দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাব শুভেন্দু অধিকারী বলেছেন, বিনয় মিশ্রকে নিয়ে কেন কোনও কথা বলছেন না মাননীয়া। ম্যাডাম নারুলাকে কেন বলছেন না।

কেনই বা তোলাবাজ ভাইপোর বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই, সেব্যাপারে কেন কিছু বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআই খুঁজছে বিনয় মিশ্রকে। ইতিমধ্যেই তাঁর ভাই বিকাশকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসব তথ্যও সভায় তুলেছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর পরিবর্তনের কথা তুলে ধরছে। যার জবাব দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, নিজের পরিবর্তন বলতে নিরাপত্তা বেড়েছে। আগে যা রাজ্য দিত এখন তা কেন্দ্র দেয়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ২০১১-র আগে মাননীয়ার চটির যে ব্র্যান্ড ছিল তার পরিবর্তন হয়েছে। পাশাপাশি শাড়ির মানেরও পরিবর্তন হয়েছে। এরপরেই তিনি বলেন, টাইগার হিল থেকে দিঘা পর্যন্ত ৪০ টি প্রাসাদ তৈরি করে রেখেছেন লেডি হিটলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here