BREAKING NEWS :: প্রায় সফল আক্সফোর্ডের ভ্যাক্সিনের ট্রায়াল – শীঘ্রই ভারতে এই ভ্যাকসিন দেবার প্রক্রিয়া এবং উৎপাদনও চালু হচ্ছে !

0
328

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে জুলাই :: কোলকাতা :: একদিকে যখন কলকাতায় সরকারিভাবে বলা হচ্ছে এই রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরুর পর্য্যায়ে ঠিক তখনই প্রকাশ্যে এল অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল। গোটা বিশ্ব এই ট্রায়ালের দিকে তাকিয়ে রয়েছে। আর তার ফলাফলের জন্যও ছিল অধীর অপেক্ষা। অ্যাস্ট্রা জেনেকা নামক এই ভ্যাকসিন মানব শরীরে কীভাবে কাজ করবে, তা কতটা সফল তা , এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করল অক্সফোর্ড।

‘ল্যানসেট’ জার্নালের সম্পাদক জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক। এতে মানবসভ্যতার সহায়ক বহু বিষয় রয়েছে বলে দাবি করা হচ্ছে।আক্সফোর্ড সদ্য সুখবর পৌঁছেছে গোটা বিশ্বে। না, ভ্যাক্সিন আসেনি এখনও। তবে ভ্যাক্সিনের প্রথম পর্যায়ের রিপোর্টে আশার আলো জেগেছে। প্রথম পর্যায়ে ইতিবাচক রিপোর্ট মিলেছে।

জানা যাচ্ছে, ভারতেও খুব শীঘ্রই শুরু হবে অক্সফোর্ডের সেই ভ্যাক্সিনের ট্রায়াল। ভারতের যে সংস্থা অক্সফোর্ডের এই গবেষণায় অংশ নিয়েছে, তাদের তরফেই একথা জানানো হয়েছে। ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র তরফে আদর পুনাওয়ালা জানিয়েছে, ‘গবেষণায় ইতিবাচক ফল এসেছে। এতে আমরা অত্যন্ত খুশি। তিনি আরও জানিয়েছেন, অনুমোদন পেলেই ভারতে ট্রায়াল শুরু করবেন তাঁরা। পাশাপাশি ভারতে বিপুল পরিমাণে ভ্যাক্সিন তৈরির কাজ শুরু হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

অক্সফোর্ডের ভ্যাক্সিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রথম থেকেই এই টিমের গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সোমবার সামনে এল সেই প্রাথমিক রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউটের এই ঘোষণায় স্বভাবতই খুনী আমি ভারত বাসীর সঙ্গে এই রাজ্যের মানুষেরাও ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here