BREAKING NEWS :: বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদে বালি খোড়ার সময় উদ্ধার বিষ্ণু বিগ্রহ।

0
234

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ই, এপ্রিল :: বাঁকুড়া :: ওন্দা ব্লকের তপবন গ্রামের পাশে দ্বারকেশ্বর নদে বালি খোড়ার সময় উদ্ধার বিষ্ণু বিগ্রহ। বিষ্ণু বিগ্রহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ওন্দা ব্লকের সোনাতাপল সংলগ্ন গ্রামের তপবন ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায় কিছু দিনমুজুর অনান্য দিনের মতো নদীর ধারে বালি খুড়তে গিয়েই কোঁদালের চোপে একটা বড়ো পাথর লক্ষ্য করে। একটু খুড়েই দেখতে পায় বিশাল আকারের পাথরের বিষ্ণু বিগ্রহ। ঘটনার কথা কানাকানি হতেই ভগবানের দর্শনের জন্য ছুটে আসেন সোনাতাপল ও তপবন গ্রামের মানুষ। ততক্ষনে বিষয় কানাকানি হয় নদীর অপর প্রান্ত ভুতশহর গ্রামের মানুষের।দুই গ্রামের মানুষ এসে জমায়েত শুরু করে। ভগবানের বিগ্রহ কারা নিয়ে যাবে এ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্য শুরু হয় বচসা। অবশেষে খবর দেওয়া হয় পুলিশে। ওন্দা থানার পুলিশ এসে বিগ্রহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায় মুর্তিটি বহুদিনের পুরানো। আর্কিওলজিস্টরা পরিক্ষা করার পরেই বলতে পারবে এটি কত বছরের পুরানো ও কোন পাথরের তৈরি।

এদিকে স্থানীয় তপবন এলাকাবাসীর দাবী তাদের গ্রাম সংলগ্ন সূর্য মন্দির ও বহু ঐতিহাসিক নির্দশন রয়েছে। তাই তাদের আশঙ্কা বহু বছর পূর্বে প্রায়ই গ্রামে বন্যা দেখা দিত সেই বন্যাতেই হয়তো গ্রাম থেকেই নদীতে কোনভাবে চলে আসে। এদিকে একটি বিশাল আকার পথরের উপর খোদাই করা ৪ ফুটের ভগবান বিষ্ণু মুর্তি উদ্ধারকে কেন্দ্রে করে পার্শ্ববর্তী এলকা থেকেও মানুষের জমায়েত শুরু হয়। মুর্তিটিকে দেখার জন্য হুড়োহুড়ি লেগে পড়ে মানুষের মধ্য। গ্রামবাসীর অনুমান মুর্তিটি পাঁচ শতাধিক প্রাচীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here