BREAKING NEWS :: বিজেপি নেতার সঙ্গে সাক্ষাতের পরই সিদ্ধান্ত বদলালেন আন্না হাজারে

0
237

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ৩০শে জানুয়ারি :: নয়াদিল্লি :: জীবনের শেষ অনশনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অনশনে বসছেন না ভারতের সামাজিক আন্দোলনকর্মী নেতা আন্না হাজারে। শনিবার তার অনশনে বসার কথা ছিল। শুক্রবার সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি। 

এরপরই মুম্বাইয়ের মহারাষ্ট্রের বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত বদলে ফেললেন ৮৪ বছর বয়সি আন্না।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন কোনো অপরাধ নয়। বিগত তিন বছর ধরে কৃষকদের সমস্যা নিয়ে সোচ্চার হয়েছি। 

ফসলের সঠিক দাম তারা পান না বলে আত্মহত্যার পথ বেছে নেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ৫০% বাড়িয়ে দেবে। সেই চিঠি আমার কাছে আছে। আমি এতদিন কৃষকদের যে সমস্যাগুলো নিয়ে সোচ্চার হয়েছি, সেগুলোর সমাধান রয়েছে কৃষি আইনে। তাই এই অনশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

অথচ এই আন্না হাজারে আগে জানিয়েছিলেন, গত চার বছর ধরে কৃষকদের দাবি নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। কৃষকদের ইস্যু নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। কৃষকদের প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীলও নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here