বিধায়ক পদ থেকেও ইস্তফা- এবার কি শুভেন্দু ফ্রি বার্ড ?

0
357

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ই, ডিসেম্বর :: কোলকাতা :: দল থেকে  পাকাপাকি ভাবে সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। এবার আর তিনি এই মুহূর্তে দলের কেউ নন । বুধবার সকাল থেকেই জানা যাচ্ছিল যে, আজই হয়তো বিধায়ক পদ পদত্যাগ করবেন জননেতা। সেই মতো ঠিক বেলা সাড়ে ৩টে নাগাদ বিধানসভা পৌঁছন শুভেন্দু।

বিধানসভার অধ্যক্ষের অনুপস্থিত থাকায় সচিবের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্র জমা দেন, এবং এটাও জানা যাচ্ছে যে, ই-মেলের মাধ্যমে বিধানসভা অধ্যক্ষ কে ও তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন |

শুভেন্দুর হাতে লেখা ত্যাগ পত্র

যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। কারণ, ‘ইস্তফাপত্র গ্রহণের এক্তিয়ার নেই সচিবের।’

সূত্রের খবর শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতে ই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু। তার আগে হয় তো দিল্লি ও যাবেন তিনি।

Advertisement (Contact for Wholesale)

আজ দেখা গেলো তিনি কোলাঘাট থেকে অন্য গাড়িতে করে বিধানসভা যান।

সাংবাদিকদের নজর এড়ােতই গাড়ি বদল করে বিধানসভায় যাওয়া বলে মনে করা হচ্ছে।

Adv
Adv : Keshari Light House

নিয়ম অনুযায়ী বিধায়ক কে হাতে লিখে ই পদত্যাগ পত্র জমা করতে হয়, তাই বিধানসভার সচিবের ঘরে গিয়ে হাতে লিখে জমা দেন তিনি। । 

Advertisement (CALL 6290656551)

গতকাল বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী কে । তার পরে জল্পনা আরও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here