BREAKING NEWS :: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড !

0
236

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৯শে,এপ্রিল :: কোলকাতা :: ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোগী শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২ লাখ ৬২ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগী নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর ক্ষেত্রেও একটা রেকর্ড হয়েছে। এ সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ৫০১ জন। এ নিয়ে দেশে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন মানুষ করোনায় মারা গেলেন।

চার দিন ধরে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। আর গত এক সপ্তাহে ১২ লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার) রেকর্ডসংখ্যক ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। ওই সময় মারা যান ১ হাজার ৩৪১ জন, যা তখন পর্যন্ত ছিল এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এই রেকর্ড সবশেষ ২৪ ঘণ্টায় (শনিবার) ভেঙে গেছে। গত বছরের ১৬ জুন এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। এই রেকর্ড এখনো টিকে আছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এই রেকর্ডও ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়া ৫টি রাজ্য হলো মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, নয়াদিল্লি, কর্ণাটক ও ছত্তিশগড়। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬৭ হাজার ১২৩ জন, উত্তর প্রদেশে ২৭ হাজার ৭৩৪, রাজধানী নয়াদিল্লিতে ২৪ হাজার ৩৭৫, কর্ণাটকে ১৭ হাজার ৪৮৯ এবং ছত্তিশগড়ে ১৬ হাজার ৮৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে দিন কয়েক আগে ব্রাজিলকে টপকে যায় ভারত।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক সাম্প্রতিক তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯। করোনায় মারা গেছেন ৫ লাখ ৮০ হাজার ৭৫৬ জন। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ১৩৪। সেখানে করোনায় মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৮৯ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, রবিবার বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ কোটি ১৩ লাখ ১৬ হাজার ১২। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৯১১ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১১ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ১৬৪।

ভারতে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠক শেষে মোদি টুইট করেছেন। তিনি তাঁর টুইটে বলেন, ‘আমরা গত বছর যেমনটা করেছিলাম, এবারও সাফল্যের সঙ্গে আরও বেশি গতি ও সমন্বয়ের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করব।’

করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে দেশে বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন প্রভৃতির মারাত্মক সংকট নিয়ে গণমাধ্যমে নানা খবর আসছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতিকে খুবই গুরুতর ও উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন।

করোনা মহামারির মধ্যে হরিদ্বারে লাখ লাখ মানুষের উপস্থিতিতে কুম্ভমেলা হওয়া নিয়ে দেশজুড়েই সমালোচনা চলছে। এ মেলা থেকে অনেকেই করোনায় সংক্রমিত হয়েছেন। সমালোচনার মুখে কুম্ভমেলা প্রতীকী উদ্‌যাপনের জন্য পুণ্যার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here