BREAKING NEWS :: মমতাকে রাজভবনে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জাগ্দীপ ধনখড়

0
226
Adv
Adv : Keshari Light House

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ঈ,মে :: কোলকাতা :: টানা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জাগ্দীপ ধনখড়।এর আগে কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে ভাইপো অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছান মমতা। সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২১৩ আসনের বিপুল জয় পায় মমতার দল তৃণমূল কংগ্রেস।

এদিকে, শপথ নিয়েই মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে নবান্নে গিয়েই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। মমতা বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হল করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলা করা। আমি নবান্নে আলোচনা করব।”

এ সময় নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে শান্তি বজায় রাখুন। আমি অশান্তি পছন্দ করি না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কড়া ব্যবস্থা নিতে পিছপা হব না।

Advertisement 8240054075

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে এক টুইটে এ অভিনন্দন জানিয়েছেন তিনি।টুইট বার্তায় মোদি লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা দিদিকে অভিনন্দন।

Advertisement

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক ব্যানার্জি, ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং পার্টি নেতা ফিরহাদ হাকিম। শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here