TMC-এর সাংসদ হয়েও মমতার কন্যাশ্রী রূপশ্রী নিয়ে প্রশ্ন তুললেন দেব!

0
186

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ৫ সেপ্টেম্বর ২০২৪; আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব। যোগ দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের সমাবেশে।

Panch foron

এরপর এদিন আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা টেনে আনলেন। করলেন খানিক কটাক্ষও।

Krishna Construction

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব। যোগ দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের সমাবেশে।

Add
Archana Diagnostic

এরপর এদিন আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা টেনে আনলেন। করলেন খানিক কটাক্ষও।

দেব এদিন ঘাটালের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন। সেখানেই তিনি আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কোনও মানে নেই।

Standard Glass House

তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনার। দেব এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘ অত্যন্ত দুঃখজনক ঘটনা। তীব্র প্রতিবাদ জানানো উচিত এই নিন্দনীয় ঘটনার।

এরপর আর কোনও মেয়ের নাম যাতে তিলোত্তমা না রাখতে হয় সেটার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন।

আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে।

Add : R Chandra Jrs

এটা বাংলা বা কোনও রাজ্যের সমস্যা নয়। এটা গীতা দেশের ইস্যু।’ দেব এদিন একই সঙ্গে কথায় কথায় রাজ্যের কন্যাশ্রী, কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পের কথা টেনে আনেন।

Add : Subham Medica

বলেন, ‘এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি।

Add : Lokenath

কেন্দ্রের উচিত সব দলকে নিয়ে একটা বৈঠক ডেকে আলোচনা করা উচিত। এটা কীভাবে আটকানো যায়, কী করা উচিত, অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা দরকার।’

প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করানো হয়েছে। সন্দীপ ঘোষ সহ ৪ জন আরজি কে কাণ্ডেরl গ্রেফতার হয়েছেন। তবুও কিন্তু প্রতিবাদ থেমে নেই।

Add : Bombay Briyani

চলছে দফায় দফায় মিটিং, মিছিল, প্রতিবাদ। ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের কর্মসূচি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here