কেবলমাত্র গ্রিন জোনেই সোমবার থেকে ২০ যাত্রী নিয়ে বাস চলতে পারে জেলার মধ্যে : মুখ্যমন্ত্রী

0
560

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৯শে এপ্রিল :: কলকাতা :: গ্রিন জোনে কিছু দোকানপাট খোলাতেও ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রিন জোন এলাকায় স্বতন্ত্র ভাবে যে দোকানগুলি আছে, সেগুলি খোলা যাবে।

তার মধ্যে রয়েছে লন্ড্রি, মোবাইল রিচার্জের দোকান, ইলেকট্রিকের দোকান, চায়ের দোকান, পান-বিড়ির দোকান খোলা যাবে। তবে কোনও দোকানেই ভিড় করা যাবে না এবং মার্কেট কমপ্লেক্সের মধ্যে কোনও দোকান খোলা যাবে না।

এখনই হকার্স কর্নার, হকার্স মার্কেট বা ফুটপাতের দোকানগুলি চালু করার কোনও প্রশ্নই নেই। কেন্দ্র সেলুন খোলার অনুমতি দেয়নি। তাই সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের জেরে নানা সমস্যার মুখে পড়েছেন রাজ্যবাসী। সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার অনেক কষ্ট করেছেন। আরও কিছু দিন কষ্ট করুন। এই ভাইরাসকে সবাই মিলেই প্রতিরোধ করতে হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here