কোতুলপুর ব্লকের পরিস্থিতির শিকার অসহায় গরীব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা।

0
515

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৩শে,এপ্রিল :: বাঁকুড়া :: করোনা ভাইরাসের গ্রাসে সারা বিশ্ব, গৃহবন্দী মানুষ। সারা দেশে চলছে লক ডাউন। ফলে সাধারণ মানুষ তাদের রুজি রোজগার করতে পারছেনা। এই পরিস্থিতিতে কোতুলপুর ব্লকের মদনমোহনপুর, কোতুলপুর ও গোপীনাথপুর অঞ্চলের পরিস্থিতির শিকার মানুষদের সহায়তা প্রদান ও এম সি রাধামাধবপুর সেবাশ্রম এবং গিয়া ডাঃ আমবেদকর সোশ্যাল ফেয়ার সোসাইটি উদ্যাগে অসহায় গরীব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষের হাতে খাদ্য সামগ্রী প্রদান করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।

মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, এই লকডাউন পরিস্থিতিতে আপনারা বাড়িতেই থাকবেন।বার বার সাবান দিয়ে হাত পরিস্কার করবেন।মুখ ঢেকে রাখবেন।এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত কাজ করবেন।

এই পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রধান কাজ। তাই গরীব অসহায় দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন শ্যামানন্দ মুখ্যার্জী মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী ঝুমা দি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here