বাঁকুড়ার বিষ্ণুপুরে সামাজিক দূরত্ত্ব বজায় রেখে বসল সবজি বাজার।

0
593

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১০ই,মে :: বাঁকুড়াঃ:: সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশ ও রাজ্যে বেড়েই চলছে করোনা প্রকোপ। মানুষ গৃহবন্দী হলেও তার নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বেরতে হচ্ছে বাইরে।যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে অনায়াসে সুরক্ষিত ভাবে বাজারে ক্রয় বিক্রয় করতে পারে তারজন্য এগিয়ে এলো বিষ্ণুপুর ন্যাশনাল ক্লাব।

জানাগেছে, ক্লাবের উদ্যোগে এলাকার কৃষকদের উৎপাদিত সবজি সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রয় করার জন্য তাদের মাঠটি ব্যবহার করে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সাধারণ মানুষ বাজার করতে পারে তারজন্য বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য কৃষক ও ক্রেতা দের হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক নানান প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিষ্ণুপুর ন্যাশনাল ক্লাব। ক্লাবের এক উদক্তা জানান, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।এই উদ্যোগ আমাদের চলতে থাকবে।আগামী দিনে মানুষের প্রয়োজনে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃষকরা জানিয়েছে, তারা এই উদ্যোগে যথেষ্ট খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here