BREAKING NEWS :: লকডাউন চতুর্থপর্বে – নাইট কারফিউ মানতে হবে গোটা দেশেই অত্যন্ত কড়া ভাবে !

0
570

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ই,মে :: কোলকাতা :: অনেক কথা বলা হলেও কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তাই ৩১শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। চতুর্থ দফার লকডাউনে শিথিলতা আনা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। আবার নিষেধাজ্ঞার তালিকাতেও আনা হয়েছে কিছু নতুন শর্ত। জানানো হয়েছে সারা দেশ জুড়েই চলবে নাইট কারফিউ । বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে রাস্তায় বেরোনো নিয়েও করা হয়েছে নিষেধাজ্ঞা ।

রাজ্যগুলির মধ্যে গাড়ি চলাচল শুরু হতে পারে। তবে বন্ধ থাকছে ট্রেন, বিমান ও মেট্রো চলাচল। তবে গাড়ি চলাচলের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। কেন্দ্র সরকার জানাচ্ছে, ৩১শে মে পর্যন্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অন্তর্দেশীয় ওষুধ পরিষেবার জন্য বিমান চলাচল করবে। এয়ার অ্যাম্বুলেন্স চালু থাকবে । কোন কোন রাজ্যের মধ্যে গাড়ি চলাচল করবে, তা ওই দুই মধ্যে অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে জানানো হবে। একই নিয়ম লাগু হবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে। তবে কনটেনমেন্ট জোনের মধ্যে কোনও গাড়ি চলাচল করবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here