অবশেষে জট কাটিয়ে পুনঃনির্মাণ করা হলো মনসা মন্দিরের

0
567

নিজস্ব সংবাদদাতা:: নিউজ ২৪ঘণ্টা লাইভ::১৭ জানুয়ারি:: কলকাতা::দীর্ঘদিন ধরে চলেতে থাকা রাস্তার জট কাটলো অবশেষে। রাস্তার উপরেই অবস্থান ছিল মনসা মন্দিরের। যার কারণে চালু করা যাচ্ছিল না একটি লেন। নিউটাউন টাটা ক্যান্সার হাসপাতাল মোড় থেকে ১৮ তলা বা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল পর্যন্ত যাওয়ার রাস্তার কিছুটা অংশের ওপর রয়েছে মনসা মন্দির।যার কারণে রাস্তার কিছুটা অংশ বন্ধ ছিল। হিডকোর উদ্যেগে ওই মন্দিরের উল্টো দিকে জমি দেওয়া হয়। সেখানে তৈরি হয় সুসজ্জিত মনসা মন্দির। আজ সেই মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধন করেন হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন।উপস্তিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর সহ স্থানীয় নেতৃত্ব ও টেকনোসিটি থানার আই সি পার্থ সিকদার।

নিউটাউন তৈরি হওয়ার অনেক আগে থেকেই মনসা মন্দির ছিল নিউটাউন ৯ নাম্বার ট্যাঙ্ক এর কাছে। বালিগুড়ি মহিষবাথান এলাকার বহু মানুষ এখানে পুজো দিতে আসে।এবং এটি খুব জাগ্রত মন্দির বলে এলাকার মানুষ বিশ্বাস করে।এই রাস্তাটি যখন তৈরি হয় সেই সময় হিডকো আধিকারিক মন্দির ভাঙতে আসে তখন এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তোলে। অবরোধ করা হয় রাস্তা। তখন হিডকো আধিকারিকের আশ্বাসে অবরোধ ওঠে। এরপর দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় ওই মন্দিরের উল্টো দিকে জমি দেওয়া হবে।সেই মতো দীর্ঘ কয়েক বছর পর তৈরি হলো মনসা মন্দির । জট কাটলো রাস্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here