ধর্মীয় ভেদাভেদ ভুলে বিদ্যার দেবী সরস্বতী পুজোয় অংশ নিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রী।

0
565

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘণ্টা লাইভ::৩০ জানুয়ারি::
বাঁকুড়া::ধর্মীয় ভেদাভেদ ভুলে বিদ্যার দেবী সরস্বতী পুজোয় অংশ নিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকার বেনারসীলাল প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সকলেই। ধর্ম নিয়ে রাজনীতিকে কেন্দ্র করে যখন উত্তাল সারা দেশ, তখন বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবি ফুটে উঠলো এক সময়ের মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর শহরে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী ছাত্র ছাত্রীর সংখ্যা ১৩২ জন। যার সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। ফি বছরের মতো এবছরেও পুজোর আগের দিন থেকে প্রতিমা আনা থেকে মণ্ডপ সজ্জা, পুজোর আয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে করেছে দুই সম্প্রদায়ের ছেলে মেয়েরা।

এমনকি সকাল থেকে উপোস করে সহপাঠী সোমনাথ বাগদী, মিলি দাসদের সঙ্গে ভক্তিভরে সংস্কৃত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুস্পাঞ্জলি দিয়েছে সাহিদুল খান, সুফিয়া খাতুন সহ অন্যান্যরাও। আবার পুজো শেষে ছেলে মেয়েদের সঙ্গে প্রসাদ নিয়েছেন অভিভাবকেরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here