মৃত বাম যুব নেতার বাড়ীতে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।

0
204

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ই,ফেব্রুয়ারি :: বাঁকুড়া :: ২৪ ঘন্টারও বেশী সময় পরে বাম ছাত্র যুব সংগঠনের ‘নবান্ন চলো’ কর্মসূচীতে অংশ নিয়ে মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার চোরকোলা গ্রামের বাড়িতে গেলেন জেলা তৃণমূল সভাপতি, স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।

মঙ্গলবার দুপুরে মৃত যুব নেতার বাড়িতে গিয়ে তিনি তাঁর মা, স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মইদুলের স্ত্রী খুব দ্রুত যাতে সরকারী চাকরী পান তার ব্যবস্থা করার আশ্বাস দেন।

পরে তৃণমূল জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ৩৪ বছরের বাম শাসনের বিরুদ্ধে বিষেদগার করে বলেন, বাম নেতৃত্ব নিজেদের কথা বলে গেছেন। কিন্তু পরিবারের পাশে থাকাটাই বড় ব্যাপার। মানুষকে উস্কে দিয়ে, ছেলেমেয়েদের বিভ্রান্ত করে বাংলায় সন্ত্রাসের কথা মনে করানোর চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here