হলদিয়া শিল্পাঞ্চলে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনের মহকুমা কমিটি ও ব্লক কমিটি গঠন।

0
497

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১৭ই,সেপ্টেম্বর :: পাঁশকুড়া :: পূর্ব ভারতের পূর্ব মেদিনীপুর জেলার প্রাণ কেন্দ্র হলদিয়া শিল্পাঞ্চল।সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা এই শিল্পাঞ্চল টির প্রধান শিল্প হল পেট্রো কেমিক্যালস।এছাড়াও রয়েছে তৈল শোধনাগার,রাসায়ানিক শিল্প ও সারের কারখানা।এই রকম একটি শিল্প তালুকে ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় শ্রমিক সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের মহকুমা কমিটি ও ব্লক কমিটি গঠন করা হল প্রদীপ প্রজ্বলন ও বিশ্বকর্মা আরাধনার মাধ্যমে।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের NFITU এর রাজ্য সভাপতি অমিয় সরকার ,রাজ্য সম্পাদক মানস দে, মেদিনীপুর জেলার সভাপতি চন্ডী চরণ হাবর ও ভারতীয় জনতা পার্টির হলদিয়া বিধান সভার সভাপতি দীপঙ্কর ভুই ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর দিন হলদিয়াতে এইরূপ কমিটি গঠন করে শিল্পের খাসতালুক তৃণমুলের সাংসদ শুভেন্দু অধিকারীকে ২০২১ সালের নির্বাচনের আগে জোরালো ধাক্কা দিতে প্রস্তুত হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here