বাঁকুড়ার একটি বেসরকারী কারখানার গেটের সামনে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা।

0
589

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১লা,মে :: বাঁকুড়াঃ:: আজ 1 মে ঐতিহাসিক দিন শ্রমিকদের মে দিবস। শ্রমিকদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিন। সেই শ্রমিক দিবসে নিজেদের অধিকারের দাবীতে শ্রমিক বিক্ষোভে উত্তাল বাঁকুড়া। বাঁকুড়ার একটি বেসরকারী কারখানার গেটে শ্রমিকরা নিজেদের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ দেখালেন।

অভিযোগ, ওই বেসরকারী কারখানার শ্রমিকরা মার্চ মাস থেকে তাদের বকেয়া বেতন পান নি। এই কারখানাও লকডাউনের ফলে উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু মার্চ মাস থেকে শ্রমিকরা তাদের বকেয়া বেতন পান নি বলে অভিযোগ। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই শ্রমিকরা।

দোকান থেকে তারা আর কোন রকম রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ। তাই তাদের বকেয়া বেতন না পাওয়ায় এই ঐতিহাসিক মে দিবসের দিনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন কারখানার গেটে। কিন্তু এদিন কারখানার পক্ষ থেকে সেখানে কেউ না থাকায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি বলে অভিযোগ কারখানার শ্রমিকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here