কোন্ বাংলা গান গাইলেন অভিনেএী বিদ্যা বালন

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ আগস্ট, ২০২৫ ; তিনি বাঙালি নন, তবে বাংলার সঙ্গে বিদ্যা বালানের আত্মিক যোগ খুবই দৃঢ়। শাড়ি আর ছোট্ট টিপে তিনি যেন আদ্যোপান্ত বাঙালি নারী।

বাংলা ভাষা তিনি ভালই বলতে পারেন, বুঝতেও পারেন। কলকাতায় কোনও কাজে এলে বাঙালি খাবার তাঁর খাওয়া চাই।

মিষ্টি দই, রসগোল্লা, লুচি এইসব খেতে ভীষণ ভালোবাসেন বিদ্যা। এবার তাঁর বাংলার প্রতি টান কতটা গভীর, এবারও প্রমাণিত হল।

বিদ্যা লিপ দিলেন সদ্য ভাইরাল হওয়া বাংলা একটি গানে, যার জন্য চর্চায় ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কিছুদিন আগেই অনির্বাণ ভট্টাচার্যের মেলার গান দারুণভাবে ভাইরাল হয়।

” আমাদের বকুলতলায় ভিড় জমেছে ….” এই গানে সোশ্যাল মিডিয়া ভরে যায় রিল ভিডিওতে। ছোট থেকে বড় সকলেই এই গানে মেতে ওঠেন।

এবার সেই গানেই লিপ মেলালেন বিদ্যা বালান। সোমবার বিদ্যা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেন।

যেখানে তাঁকে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ভাইরাল একটি গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে…’ গানের সঙ্গে লিপ দিতে দিতে দেখা যায়।

তবে এই ভিডিওর সঙ্গে বিদ্যা একটি সুখবরও শেয়ার করেছেন। বিদ্যা জানিয়েছেন, তিনি খুব খুশি।

তাঁর খুশির কারণ হল তিনি নিজে, সঞ্জয় দত্ত, সইফ আলি গান অভিনীত ‘পরিণীতা’ আবার রি-রিলিজ করছে আগামী ২৯ আগস্ট।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें