প্রকাশ: ৩০/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: টেক দুনিয়ায় চাঞ্চল্যকর খবর—এবার নাকি এআই কোম্পানি Perplexity চাইছে Google Chrome কিনতে! শোনা যাচ্ছে, ৩৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে এই চুক্তি হতে পারে। খবরটি সামনে আসতেই বিশ্বজুড়ে আলোড়ন শুরু হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার Google Chrome—যার ব্যবহারকারী সংখ্যা প্রায় শত কোটিরও বেশি। এদিকে Perplexity এখনও তুলনামূলকভাবে নতুন একটি প্রতিষ্ঠান, যারা এআই-ভিত্তিক সার্চ এবং প্রযুক্তিগত পরিষেবার জন্য পরিচিত। অনেক বিশেষজ্ঞ বলছেন, এত বড় পরিসরের চুক্তি সত্যিই সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।

Google Chrome কিনে নিতে পারলে Perplexity প্রযুক্তির জগতে এক নতুন মাত্রা তৈরি করবে। তারা এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্রাউজিং অভিজ্ঞতা আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় করতে পারে। তবে Google কি এত বড় ব্র্যান্ডকে বিক্রি করতে রাজি হবে?

শিল্প পর্যবেক্ষকদের মতে, এই মুহূর্তে গুজব সত্যি হোক বা না হোক, খবরটি ইতিমধ্যেই বাজারে চাঞ্চল্য তৈরি করেছে। অনেকেই মনে করছেন, প্রযুক্তি জগতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই খবর।










