২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ই সেপ্টেম্বর, ২০২৫ ; লক্ষ্য স্থির থাকলে প্রতিবন্ধাকতা যে কোনো বাধা নয় তার বড়ো প্রমান অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম।

সেই লক্ষ্যে অবিচল থেকে আজ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসছে খেরোয়াল।

নিত্যদিন নিজের জীবনের সাথে লড়াই চালিয়ে আজ হাতের বদলে পায়ে লিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আড়ষা ব্লকের কলাবনি গ্রামের বিশেষভাবে সক্ষম ছাত্র খেরোয়াল হেমব্রম।

পুরুলিয়া তথা জঙ্গলমহল অয্যোধা পাহাড় কোলে থাকা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম কলাবনি।

এই গ্ৰাম থেকে সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা চালিয়েছে খেরোয়াল।

উচ্চ মাধ্যমিকের সাফল্যে লক্ষ্যে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে লড়াই করে । রাজ্যের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর মতো সেও আজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে।

বিশেষভাবে সক্ষম হলেও জীবন যুদ্ধে সে হার মানে নি। আজ পর্যন্ত শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনার বাধা হয়ে আসতে পারিনি।

এবার ২০২৫ এর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভাবে ওয়ে মার্কসিটে পায়ে লিখেই পরীক্ষা দেবে খেরোয়াল।

সিরকাবাদ উচ্চমাধ্যমিকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দেবে খেরোয়াল। তাঁর পরীক্ষা কেন্দ্র আড়ষা হাই স্কুল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










