২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ; খাতায়-কলমে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচ। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে বহু কষ্টে জিতল ভারত।

বলা যেতে পারে, শুধুমাত্র অভিজ্ঞতার সাহায্যে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন সূর্যকুমাররা। অঘটন হয়তো ঘটল না, কিন্তু ফাইনালের আগে তা যেন টিম ইন্ডিয়ার জন্য ‘শিক্ষা’।

একা পাথুম নিসঙ্কাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিলেন। কুলদীপ যাদবরা সঠিক সময়ে জ্বলে না উঠলে সেটা হয়েও যেত। তাও ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সূর্যরা নাটকীয় ম্যাচ জিতলেন সুপার ওভারে। তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের আগে হর্ষিত রানাদের পারফরম্যান্স একগুচ্ছ প্রশ্ন রেখে গেল কোচ গৌতম গম্ভীরের জন্য।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










