২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ অক্টোবর, ২০২৫ ; আমেরিকায় ফের শুরু হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা। প্রায় তিনযুগ তা স্থগিত ছিল। পুনরায় তা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সতর্কবার্তা অমান্য করে মস্কোর পরমাণু-চালিত ডুবো ড্রোন পরীক্ষার সাফল্যের ঘোষণা করেন। তাৎপর্যপূর্ণভাবে এরপরই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ‘অবিলম্বে’ ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। রাশিয়া এবং চিনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বুসানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ মহল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










