২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ নভেম্বর, ২০২৫ ; অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে বহিষ্কার করল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপকুমার মাইতি।

জলি ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়োগের সময় ভুয়ো নথি পেশ করার অভিযোগ উঠেছিল৷

এদিন সাংবাদিক বৈঠকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপকুমার মাইতি বলেন, “জলি ভট্টাচার্য নামে আমাদের যে গেস্ট ফ্যাকাল্টি ছিলেন, তিনি যে অভিজ্ঞতার শংসাপত্র জমা দিয়েছিলেন, সেখানে তিনি আগে যে কলেজে পড়াতেন, সেই কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের সই ছিল না।

সেখানে আমাদের তখনকার পরীক্ষা নিয়ামক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সই ছিল৷ আজ আমাদের কমিটি বসেছিল৷ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দোষী৷ তাই আমরা ইউনিভার্সিটি থেকে ওঁকে বহিষ্কার করছি।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










