২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা/ হালিশহর/ ২৬ জানুয়ারী ২০২৩ : গত ২৫ তারিক মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা “পাঠান” ।

যে সময় সকলের মুখে মুখে রয়ছে পাঠান ফিল্ম নিয়ে নানান্ন চর্চা ঠিক তখন পাঠান কোট পড়ে বেরিয়ে পড়লেন হালিশহর পৌর প্রধান রাজু সাহানী।

তাকে দেখা গেলো প্রথমে তিনি গরিফা নিজামুদ্দিন সাহ বাবার মাজারে উরস উপলক্ষে চাদর ছড়ালে ।

এর পর সকলের সাথে মিলে নিজের ওয়ার্ড সহ হাজিনগর অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন ।

এদিন তিনি ছিলেন একদম আগের মতন ই এনার্জেটিক । সর্বদার মতন তার সাথে ছিলেন স্ত্রী ও দুই সন্তান এবং সমর্থক তথা হালিশহরের কএকজন পার্ষদ।

গতকাল দৃশ্য বলছিল যে ভাবে লাখ বিরোধিতার সত্বেও রিলিজ হলো পাঠান ফিল্ম সেভাবেই হাজার বাধা কাটিয়ে রাজনৈতিক ময়দানে তাকে আবারও আগের মত দেখতে ইচ্ছুক অনেকেই বলে মনে হলো ।