২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / নৈহাটী / ২৩ মার্চ ২০২৩ : এখনো ঘোষণা হয়নি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এবিষয়ে চতুর্দিক দেখা যাচ্ছে প্রস্তুতি নিয়ে শেরগুল।

ইতি মধ্যে নৈহাটী ঋষি বঙ্কিম ১ এর ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী কে। এই পদে ছিলেন রানা দাস গুপ্ত,

অবশ্যই তিনি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন দলীয় কর্মীদের মধ্যে। কিন্তু নির্বাচনের প্রাক্ককালে তাকে সরিয়ে দেওয়ার উৎস বোঝা গেলো না করোর।

গতকাল ২২ তারিক সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তাকে ব্লক সভাপতি হওয়ার খবর। তবে অফিসিয়াল ভাবে কোনো নিয়োগ পত্র পেয়েছেন কি না তা জানা নেই কারোর, কিন্তু এলাকায় এলাকায় তাকে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হতে হটাৎ দলীয় কিছু কর্মীরাই প্রশ্ন তোলেন এবিষয়।

অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখলেন যে ব্লক সভাপতি নাম এখনো আধিকারিক ভাবে ঘোষণা হয়নি। এবার দেখার বিষয় যে কি হতে চলছে এখানে আগামীদিনে।