২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রবি সিং / ব্যারাকপুর / ১১ জুন ২০২৩: আগামী বছর দেশ জুড়ে হবে লোকসভা নির্বাচন । তার আগেই বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত করে দেবেন সাংসদ অর্জুন সিং বলে মনে করা হচ্ছে।

ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজে একটি সোলার সিস্টেম প্রজেক্ট পাস করেন তিনি । এই সোলার প্যানেল বসানোর মোট ব্যয় হয় প্রায় ৭০ লক্ষ্য টাকা ।

এই খরচ নিজের সংসদ সদস্য স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল (MPLADS) থেকে বরাদ্দ করেছিলেন তিনি । আজ সেই সোলার প্ল্যান্ট এর শুভ উদ্বোধন করলেন তিনি ।

এই দিন অর্জুন সিং জানালেন ‘ এই প্লান্ট এর দ্বারা চতুর দিক উপকৃত হবো আমরা । একদিকে বিদ্যুতের খরচ কমাবে, অন্যদিকে বিকল্প শক্তি ব্যবহারের ফলে পরিবেশও উপকৃত হবে।’