২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ নুপুর প্রামানিক / হালিশহর / ১২ ই জানুয়ারী ২৩: প্রতিবছরের ন্যায় এ বছরও স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম জয়ন্তী পালন করলেন হালিশহর পৌরসভার প্রাক্তন উপপ্রধান ও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান পার্ষদ মৃত্যুঞ্জয় দাস।

সকল কর্মীদের নিয়ে তেঁতুলতলা অবস্থিত তার দলীয় কার্যালয় আয়োজিত হয় এই অনুষ্ঠান ।

মাল্যদান এর পাশাপাশি স্বামীজীর আদর্শ নিয়ে চর্চা করেন তারা।