অন্নপূর্ণা মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল।

0
238

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ৬ই,সেপ্টেম্বর :: বাঁকুড়াঃ:: অন্নপূর্ণা মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া গঙ্গাজলঘাটির কাপিস্টা গ্রামে। কাপিস্টা গ্রামের প্রাচীনতম মন্দির হলো
অন্নপূর্ণা মন্দির। এই প্রাচীন মন্দিরে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

মন্দিরের সেবায়েত সুরজিৎ পান্ডে আজ সকালে মন্দির খুলতে এসে দেখে মন্দিরের প্রধান দরজার তালা ভাঙ্গা। মা অন্নপূর্ণার পরনে থাকা সাত থেকে আট ভরি সোনার গহনা ও আনুমানিক দশ ভরি রুপার গহনাও উধাও। মন্দিরের প্রণামী বাক্সের বেশ কিছু নগদ অর্থ সহ মন্দিরের বেশকিছু পূজার সামগ্রীও চুরি গেছে বলে অভিযোগ।

এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্দিরের চুরির এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here