একাধিক সামাজিক বার্তা জানিয়ে পাটের রাখি তৈরী করে চলেছেন নিমতৌড়ির প্রতিবন্ধী আবাসিকেরা

0
148

সৌভিক কর ::২৪ঘন্টা লাইভ ::২১ই অগাস্ট ::পূর্ব মেদিনীপুর :: পূর্ব মেদিনীপুরে নিমতৌড়িতে প্রতিবন্ধী আবাসিকেরা এখন দিনরাত এককরে একাধিক সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বন্ধব পাটকে কাজে লাগিয়ে নানান ডিজাইনের রাখী প্রস্তুত করে চলেছেন।সেভ ড্রাইভ সেফ লাইফ,পরিবেশ রক্ষায় জলসংরক্ষন এমনকি আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানিয়েও করা হচ্ছে পাটের রাখী।তবে যারা করছেন তারা কিন্তু কেউই আমার আপনার মতো স্বাভাবিক মানুষ নয়।কেউ কথা বলতে পারেনা,কেউ চোখে খুব সামান্য দেখে,কারোর দৈহিক বিকাশ ঘটেনি আবার এমননও প্রতিবন্ধী রয়েছে যার দু হাতই নেই কেবলমাত্র পা দিয়েই মনের জোরে করে চলেছেন স্বাভাবিক মানুষের মতোই সুদৃশ্য রাখী।

এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার রাখী তৈরী হয়ে গিয়েছে, লক্ষমাত্রা আছে ২৫ হাজার রাখী তৈরীর তাই দিনভোর এখন শুধুই ব্যস্ততা রাখী তৈরীতে। পার্বতী,সোনিয়া, পম্পা, মালেখা, মারিয়া, মর্জিনাদের স্নান খাওয়া নেই বললেই চলে। ১০ হাজারের অর্ডার এবং বিক্রির জন্য তিনটি কাউন্টার খোলা হয়েছে তাছাড়া প্রতিবছরের ন্যায় এবছরও পথ চলতি সাধারন মানুষ, দোকানদার, কর্মচারী, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের করোনা স্বাস্থ্যবিধি মেনে রাখী পরানো হবে বলে জানান হোমের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত।তিনি আরো জানান রাখী বিক্রি করে উদ্ধৃত্ত অর্থ হোমের মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রতিবন্ধী ৩৫ জন আবাসিক এই কাজের সাথে যুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here