এক লাফে ১৭-তে পারদ, তবু গায়ে চাদর রাখতেই হচ্ছে

0
584

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘণ্টা লাইভ::১৫ ফেব্রুয়ারি::কলকাতা:: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পারদ। তবু ‘স্টেপ জাম্প’ করেনি আবহাওয়া। বাতাসে স্পষ্ট বসন্ত ঋতু। গরম কাল চলে এল এমন বলারও কোনও কারণ নেই। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। তার চেয়ে বলা ভালো হাওয়া পরিবর্তন হচ্ছে।

শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় আরও এক ডিগ্রি বেড়েছিল। শনিবার লাফিয়ে দুই ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, তবে এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে কালকেই ঠেকেছে ২৯-এর ঘরে। তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৩৬ শতাংশ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবারেই স্বাভাবিকে পৌঁছে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
তপমাত্রা বাড়লেও বেশি রাতে এবং ভোরের দিকে গায়ে চাপা দিতে হচ্ছে। কারণ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রথমত আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন অনেকটাই কম। পাশাপাশি বাতাসে এখনও উত্তুরে হাওয়ার প্রভাব স্পষ্ট এবং আকাশ পরিস্কার। ফলে তাপমাত্রা বাড়লেও গা শিরশিরানি শীত রয়েছে। তবে বাতাস স্পষ্ট বসন্ত এটা বলা যেতেই পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here