করোনার টিকা পেলেও লকডাউনে অর্থনৈতিক সংকটে যৌনকর্মীরা, বিকল্প কর্মসংস্থানের পথে ।

0
148

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন :: বসিরহাট :: বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের মাটিয়া যৌনপল্লীতে প্রায় ১৫০০ জন যৌনকর্মী রয়েছে। রাজ‍্যের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী হিসেবে মাটিয়াকে গন‍্য করা হয়। কিন্তু করোনা আবহে লকডাউনের দ্বিতীয় ঢেউয়ে গভীর সঙ্কটে যৌনকর্মীরা। যান চলাচল বন্ধ থাকায় তারা কাজ প্রায় হারাতে বসেছে। যার জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে যৌনকর্মীদের মাটিয়া থানা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে ত্রাণ দিলেও তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে।

এদিন বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ৩ শ‍্যামল কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌনকর্মীদের কোভিশিল্ড টিকার ব্যবস্থা করা হয়একদিকে তাদের স্বাস্থ্য পরীক্ষা অন্যদিকে ভ্যাক্সিন দিয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে রেখে দিতে বদ্ধপরিকর প্রশাসন। কিন্তু এটা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন যৌনকর্মীরা। ইতিমধ্যে লকডাউনের জেরে কর্মজীবন ছেড়ে অনেককেই অন্য পেশায় চলে যেতে হয়েছে। পাশাপাশি পেশাগত ভাবে তারা অর্থনৈতিক সংকটে পড়েছে। যার ফলে একদিকে তাদের জীবন-জীবিকা অন্যদিকে মূল পেশায় থাকতে বাঁচার লড়াই। সবমিলিয়ে ঘোর সংকটে যৌনকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here