করোনা চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা , অভিযোগে পেয়ে ঘাটাল শহরের নার্সিংহোমে অভিযান মহকুমা প্রশাসনের

0
159

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::২ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: করণা চিকিৎসার নামে রোগীদের প্রতারণার অভিযোগ অভিযান চালালো মহকুমা প্রশাসন।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল মহকুমার সহকারী মুখ্যস্বাস্থ্য আধিকারীক ডাক্তার দুর্গাপদ রাউতের নেতৃত্বে ঘাটাল শহরের একটি নার্সিংহোমে অভিযান চালানো হয়।

জানা গিয়েছে এইদিন অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। একজনকে করোনা রোগী বলে চিকিৎসা করে বহু টাকার বিল করার অভিযোগ উঠেছিল ওই নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযান গিয়ে ওই নার্সিংহোম রোগীর করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে পারেনি প্রশাসনকে।

Advertisement 8240054075

এছাড়াও ওই নার্সিং হোমে কোনও চিকিৎসক এবং নার্স ছিল না। তিন জন নন টেকনিক্যাল যুবক-যুবতী রোগী পরিষেবার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ওই নার্সিংহোম থেকে বেশ কিছু নথি আটক করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here