করোনা প্রসঙ্গে ক্রমশই কঠোর হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

0
191

ঝাড়গ্রাম ::২৪ঘন্টা লাইভ ::২৪ই,এপ্রিল ::রামকৃষ্ণ পাল

করোনা প্রসঙ্গে ক্রমশই কঠোর হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। আজ জেলা সদরে মাইকিং করে ব্যাবসায়ীদের সাবধান করছে মাস্ক বিহীন খদ্দের কে জিনিষ বিক্রি করলে আ পাতত ২৪ঘন্টার জন্য দোকান সিল করে দেওয়া হবে।

মাঝে কিছুদিন করোনা সংক্রমন কমথাকার পর ফের করোনা গ্রাফ উর্দ্ধগামী। গরম পড়ার সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণের এই আটকাতে জঙ্গলমহলে ব্লক স্তর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। সেই অনুযায়ী ঝাড়গ্রাম

সাঁকরাইল সহ বিভিন্ন ব্লকের থানার পক্ষ থেকে  এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মী রা। কুলটিকরী এলাকার পথ চলতি মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দুরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশ্ববর্তী এলাকা থেকে অাসা গাড়িতে চলছে চেকিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here