করোনা ভাইরাসের ভয়ে নির্দিষ্ট কিছু ওষুধ রপ্তানি বন্ধের নির্দেশ দিল ভারত সরকার

0
588

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ই,মার্চ :: নয়াদিল্লি :: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নির্দিষ্ট কিছু ওষুধ রপ্তানি বন্ধ করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । গতকাল মঙ্গলবার বিশ্বের বৃহত্তম জেনেরিক ওষুধ সরবরাহকারী দেশ ভারত তাদের ২৬ ধরনের ওষুধ আর ওষুধের উপাদান রপ্তানি বন্ধ করে দেওয়ার কথা জানায়। এতে সারা বিশ্বে সাধারণ কিছু ওষুধের ঘাটতি দেখা দিতে পারে।

এর মধ্যে রয়েছে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যথানাশক ওষুধ প্যারাসিটামলও। ওষুধের উপাদান প্রস্তুতকারী দেশ চীনে উৎপাদন কমে যাওয়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে এর মধ্যে ওষুধ ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতে তৈরি হওয়া ওষুধের উপাদানের প্রায় ৭০ শতাংশের জন্য ভারত চীনের ওপর নির্ভর করে। চীন থেকে ভারতের ফার্মা কোম্পানিগুলো ওষুধের উপাদান (এপিআইস) পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here