করোনা যুদ্ধে ভারত লড়বে অক্সফোর্ডের কোভিশিল্ড নিয়ে – মিললো ছাড়পত্র !

0
269

কুমার পঙ্কজ :: ২৪ ঘন্টা লাইভ :: ১লা,জানুয়ারি :: নয়াদিল্লি :: নতুন বছরের প্রথম দিনেই দেশবাসীর জন্য সুখবর অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিশিল্ড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগ করার ক্ষেত্রে সবুজ সংকেত পেল।

Advertisement (Contact for Wholesale)

ভারতের পুণেতে অবস্থিতি সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করছে দেশে। সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডোজ তৈরি রয়েছে।

Advertisement

আগামী ছয় থেকে আট মাসে ৩০ কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷

Adv
Adv : Keshari Light House

সাধারণ মানুষের সাধ্যের মধ্যে টিকার ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিনই বৃহত্তম আশার আলো দেখাচ্ছে৷

Advertisement (CALL 6290656551)

যদিও ভারত সরকার এখনও সিরাম ইনস্টিটিউটের সাথে ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here