কাঁদম্বগাছির দীর্ঘদিনের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালো প্রশাসন

0
132

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::১৫ই জুন :: বারাকপুর ভোট-পরবর্তী হিংসা জেরে কদম্বাগাছি পঞ্চায়েতের অন্তর্গত হেমন্ত বসুনগর এলাকার ৩৮, ৪৫, ৫৫ ও ৫৬ নং বুথের বিজেপি কর্মী ও তাদের পরিবার ঘরছাড়া রয়েছে দীর্ঘদিন। অভিযোগ, ভোটে তৃণমূলের আশানুরূপ ফল না হওয়ায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধোর করে গ্রামছাড়া করেছে শাসক দল। শুধু ভাঙচুর নয় বাড়ির সমস্ত কিছু লুটপাট চালানোর পাশাপাশি বাড়ির ভিটের মাটি কেটে নিশ্চিহ্ন করে দিয়েছে শাসক দলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা। হাইকোর্ট থেকে নির্দেশ আসার পর মঙ্গলবার সকালে কদম্বগাছি ফাঁড়ি পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে গেল প্রায় ৮০ জন বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিবার। বারাসাত বিজেপির জেলা কমিটির সদস্য নেতা তরুণ কান্তি ঘোষ কদম্বাগাছি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে বিজেপি সমর্থকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হলেন।

এ বিষয়ে তরুণ কান্তি ঘোষ বললেন, ভোট-পরবর্তী হিংসার জেরে গ্রামের বহু বিজেপি কর্মী ঘর ছাড়া। আজ কদম্বাগাছি কারীর পুলিশের সহযোগিতায় সকলে বাড়ি ফিরে যাচ্ছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। তবে পঞ্চায়েত প্রধানের উপর অভিযোগ তুলে তিনি বলেন, পঞ্চায়েত প্রধান সমস্ত কিছু জেনে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদের ওপর ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার কারণেই তো এরা ঘরছাড়া। বাড়ি ভাঙচুর ও মারধোর তো প্রকাশ্য চিত্র।

Advertisement

এ বিষয়ে কদম্বাগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম পাল বললেন, কদম্বগাছিতে কোন রাজনৈতিক হিংসা নেই। পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। এই ধরনের অভিযোগ তৈরি করা। কোন সমস্যা থাকলে আমার কাছে আসুক আমি সমাধান করে দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here